নারায়ণগঞ্জ বাণী ২৪.কমঃ অবশেষে সহজ ভাবেই ২-১ -এ সিরিজ বাংলাদেশের হতে। ১৮ রানে ওয়েষ্ট ইন্ডিজকে হারায় বাংলাদেশের টাইগার বাহিনী। বরাবরের মত টপ অর্ডার ব্যাট্সম্যানদের উপর ভর করেই বড় স্কোর গড়ে তোলে বাংলাদেশক্রিকেট দল। তামিমের সেঞ্চুরি ,মাসরাফির ৩৫,মোহাম্মদুল্লার অর্ধশত রানের উপর ভর করে ৩০১ রান করে বাংলাদেশ।
জবাবে উইন্ডিসরা ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৩ রান করে। লুইস ও গেইলের নিয়মিত ব্যাটিয়ের মধ্যে সুরু হয় রান তোলার মহড়া। লুইস আউট হলেও মাত্র ৩ উইকেট হারিয়ে ১৭৩ রান করে স্বাগতিকরা। গেইলের মারের মুখে কিছুটা সঙ্কায় পড়া বাংলাদেশকে আবারো খেলায় ফেরায় মিরাজ ও রুবেল হোসেন । আউট করে গুরুত্তর্পূন ২ ব্যাট্সম্যানকে।
অবশেষে ১৮ রানে জয় পেয়ে প্রায় ৯ বছর পর বিদেশের মাটিতে সিরিজ জিতল বাংলাদেশ ক্রিকেট দল। ক্যারিবিয়ানের মাটিতে ১৪ বছরে জয় না পাওয়ার রের্কড ভাঙ্গা ও সিরিজ জয়ের রেকর্ড ও গড়ল বাংলাদেশর টাইগার বাহিনী।