রোহান আর্পনঃ বাস চাপায় তিন কলেজ শিক্ষার্থীর মৃত্যু রাজধানীর বিমানবন্দর সড়কে বাস চাপায় সাথে সাথে মৃত্যুবরণ করে রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের তিন শিক্ষার্থী। জানা যায় কলেজ শেষে বাড়ি ফেরার পথে বাসের জন্য দাঁড়িয়ে ছিলো পাঁচজন শিক্ষার্থী। এমতাবস্থায় ‘ জাবালে নূর পরিবহন’ নামের একটি বাস এসে শিক্ষার্থী দের উপরে তুলে দেয়। বাস শিক্ষার্থীদের গায়ে তুলে দিলে রাস্তার সাথে পিষে যায় তাদের নিথর দেহ। বাড়ি ফেরার পথে বাড়ি ফেরা না হলেও না ফেরার দেশে চলে যায় তারা। তাদের মধ্য থেকে দুজন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। ঢাকার রাস্তায় সড়ক দুর্ঘটনা যেন দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাড়িয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে যেন বড় সন্ত্রাস ই হলো এই সড়ক দুর্ঘটনা। প্রশাসনের দূর্বলতা, ট্রাফিকের খামখেয়ালি পনা ও বাস-ট্রাক চালক দের রাক্ষসের মতো আচরণ ও মন মানসিকতায় সড়ক দুর্ঘটনার হার এখন আকাশচুম্বী। দেশের জনগণ আজ সন্দেহ নিয়ে রাস্তায় চলাফেরা করছে, আতংক নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে । রাজধানীর রাস্তায় বাসগুলোর অবস্থাও বেশ বেহাল। সংখ্যাগরিষ্ঠ বাসেরই পরিপূর্ণ ফিটনেস নেই।
বাংলাদেশে গত বছর সড়ক দুর্ঘটনায় সাত হাজার ৩৯৭ জন নিহত ও ১৬ হাজার ১৯৩ জন আহত হয়েছে বলে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এক পরিসংখ্যানে উঠে এসেছে। উন্নয়নের জোয়ারে ভেসে যাওয়া বাংলাদেশের মানুষের রাস্তাঘাটে আজ একমূহুর্তের জন্যও যেন নিরাপত্তা নেই – সেই দায়ভার নিবে কে?