বাস চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল।

নারায়ণগঞ্জ বাণী ২৪.কমঃ বাস চাপায় ২ শিক্ষর্থীর মৃত্যুর ঘটনায় নারায়ণগঞ্জ চাষারার কেন্দ্রিয় শহীন মিনারে বিচারের দাবি বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রিরা।   

বিক্ষোভ মিছিল থেকে বলা হয়, সড়কপথে যে হত্যার মিছিল চলছে,আমাদের ভাইদের লাশের দিকে চেয়ে শাহজাহান খান যে বিকৃতিপূর্ণ হাসি এবং বক্তব্য প্রদান করেছে আমরা এর প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছি
 আমরা কোন সংগঠনের নই।আমরা নারায়নগঞ্জের সাধারন ছাত্রছাত্রী।
তার আরো বলেন,রাস্থায় আজা জীবনের কোন মূল্য নেই। অহরহো ঘটে চলেছে দূর্ঘটনা। রয়েঠে সঠিক বিচারের অভাব।  অতি তারাতারি ছাত্র-ছাত্রি নিহতদের বিচারের দাবিও জানানো হয় বিক্ষোভ মিছিল থেকে।
বিক্ষোব মিছিলে শিক্ষার্থীদের পাশা পাশি সাধারণ জনগনও একত্তকা প্রকাশ কারেছে।
             

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

পুলিশ

নির্ধারিত তারিখে যোগ না দিলে চাকুরি হারাবে-দেখানো হবে পলাতক

নারাায়ণগঞ্জ বাণী২৪.কম’নির্ধারিত তারিখে যোগ না দিলে চাকরি হারাবেন পুলিশ সদস্যারা, সেই সাথে তাদের পলাতক দেখানো হবে বলে হুশিয়ারি দিয়েছেন