নারায়ণগঞ্জ বাণী নিউজঃ মঙ্গলগ্রহ প্রতি ১৫ বছর পরপর পৃথিবীর খুব কাছকাছি আসে।তবে কখেনো সেটা দৃশ্যমান হয় আবার কখনো দৃশ্যমান হয়না। আজ রাতে মঙ্গল গ্রহ সবচেয়ে বড় আকার ধারন করে পৃথিবীর খুব কাছাকাছি আবস্থান করবে।
আজ রাতের আকাশে মঙ্গল গ্রহ থেকে পৃথিবীর দূরত্ব হবে মাত্র ৩৫.৮ মিলিয়ন মাইল। সর্বশেষ ২০০৩ সালে পৃথিবী থেকে মঙ্গল গ্রহের স্বাভাবিক দূরত্ব ৫০.২ মিলিয়ন মাইল।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা বিজ্ঞানিরা ঘড় থেকে বের হয়ে মঙ্গলগ্রহ দেখার দাওয়াত দিচ্ছেন সবাইকে । তারা বলছেন, আজ মঙ্গল গ্রহ দেখা মিস করলে আগামী ২০৫০ সালের আগে আর এতটা কাছ থেকে দেখার সুযোগ মিলবে না।