নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ এ যেন মরণ ফাঁদ…! নারায়ণগঞ্জের নবীগঞ্জ-হাজীগঞ্জ নৌ-ঘাট পরিনত হয়েছে মরণ ফাঁদে । বিপুল পরিমান যাত্রী পারাপার করার ট্রলার ও নৌকা থাকলেও যাত্রী উঠানামা করার ঝেটি রয়েছে মাত্র একটি। প্রতি মিনিটে ৪ থেকে ৫ টি ট্রলার যাত্রী উঠা-নামা করা হয় একই সাথে। ঝেটি গুলো ভাঙ্গা থাকার কারনে যাত্রীদের পরতে হয় নানা রকম বিরম্বনায়। প্রায় সময়ে ঘটে ঝেটি ভেঙ্গে পানিতে পরে যাবার ঘটনা।
নবীগঞ্জ-হাজীগঞ্জ নৌ-ঘাটে প্রতিদিন হাজারো যাত্রী পারাপার হয়। যাত্রীাদের মধ্যে রয়েছে অনেক শিশু ও বয়ষ্ক যাত্রী। শিশু ও বয়ষ্কদের জন্য পারাপারের অযোগ্য এই নবীগঞ্জ-হাজীগঞ্জ নৌ-ঘাট।
যাত্রীদের সাথে কথা বলে যান যায়, জীবিকার তাগিদে ও প্রয়োজনের তাগিতে জীবনের ঝুকি নিয়ে নদী পার হতে হয় তাদের।
সরোজমিনে দেখাগেছে, অধিক হারে ট্রলারে যাত্রী বোজাই করে নদী পার করে হচ্ছে। যার করনে ঘটছে ট্রলার ডুবির মতো মারাত্মক দুর্ঘটনা।
যাত্রীরা জনপ্রতিনিধীদের হস্তক্ষেপ কামনা করেছেন এই সমস্যা দ্রুত লাঘব করার জন্য।