নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ অবশেষে পশ্চিমাদেশ গুলোর পর এবার সমকামিতকে বৈধতা দিল ভারতের আদলত। ভারতের রাষ্টীয় আইন অনুযাই সমকামিতা ছিল অপরাধ , সমকামির সাজা ছিল সর্বোচ্চ ১০ বছরের কারাদন্ড।
অনেক জল্পনা-কল্পনা শেষে প্রায় অনেক বছর পর কোর্টের রায়ের মাধ্যেমে জয় হল সমকামিতা সমর্থক দলের।
সমকামিতাকে কোর্ট বৈধতা দেওয়ায় জোহরের পাশাপাশি অভিষেক বচ্চন, সোনম কাপুর, বিদ্যা বালান, অর্জুন কাপুর, বরুণ ধাওয়ান, ফারহান আকতার, তাপসী পান্নু, দিয়া মির্জা, স্বরা ভাস্কর, নিমরাত কৌর, হুমা কুরিশি এবং আয়ুষ্মানের মতো তারকারা উচ্ছাসকরেছেন।
করণ জোহর টুইটে উচ্ছ্বাস লিখেছেন, এই রায়ের মাধ্যমে মানবতা নতুন অর্থ পেল, সাম্য ফিরে এল,আমি গর্বিত।
সোনম কাপুর তার টুইটারে লিথেছেন,এটাই ভারতের প্রকৃত রূপ, যে ভারতে আমি বাস করতে চাই। যেখানে মানুষে মানুষে কোনো ঘৃণা নেই, অসহিষ্ণুতা নেই।
এছারাও আরো অনেক অভিনেত্রীরা বিভিন্নভাকে এই রায়ের সমর্থন করে উচ্ছাস করেছেন।