সাফ সেমিফাইনাল ভারত- পাকিস্থান

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ চির প্রতিদ্ন্দ্বী ভারত ও পাকিস্থান। এ যেন আবাহানী-মোহামেডান এবং ব্রাজিল- আর্জেন্টিনা। সাফ সেমিফাইনালের ২য় ম্যাচে আজ বাংলাদেশ সময় সন্ধা  সাতটায় মুখোমুখি হবে চির প্রতিদন্দ্বি ভারত ও পাকিস্থান ।

২ ম্যাচ জিতেও সাফ ফুটবল থেকে বাংলাদেশের ছিটকে পরার শোক হয় তো ভুলতে পাবেরন বাংলা জতি। তবে আজ ভারত ও পাকিস্থানের ম্যাচে দেখা যেতে পাবে কিছু আনন্দ ঘন মূহুর্ত।

এর আগে সেমিফাইনালের প্রথাম  ম্যাচে মাঠে নামবে নেপাল ও মালদ্বীপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

গণঅধিকার পরিষদ

গণঅধিকার পরিষদ সোনারগাঁ উপজেলার আহবায়ক কমিটি ঘোষণা

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ  গণঅধিকার পরিষদের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।