মুসলিম ধর্মীয় মহরমের অনুষ্ঠানে মুদি যা বল্লেন।

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ মুসিলম ধর্মীয় অনুষ্ঠানে মুদি বল্লেন,বহরা সম্প্রদায়ের সঙ্গে তার অনেক পুরনো সম্পর্ক,আমি এই সম্প্রাদায়ের একটা অংশ হয়ে গেছি।

শুক্রবার মধ্যপ্রদেশের ইন্দোরে মহরম উপলক্ষে বোহরা সমাজের ৫৩তম ধর্মগুরুর প্রবচন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। পরে তিনি মসজিদের ইমারের সাধ সাক্ষাত করেন।

নরেন্দ্র মুদি সচার আচর মুসলিম কোন অনুষ্ঠানে যোগ দেন না। ২০১৪ সালের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির  রমজান মাসের ইফতার আয়োজনেও যোগ দেয়নি নরেন্দ্রমুদি। তবে এবার আসন্ন নির্বাচনে নিজের দলের ভোট বাড়ানোর লক্ষেই মুসলিম ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি।

ভারতে রয়েঠে,১৪.২ভাগ মুসলিম। ভারতের লোক সভা নির্বাচরে বিশেষ ‍ভুমিকা রাখে ভারতের মুসলিম সম্প্রদায়। তাই রাজন। নৈতিক নেতারাও নির্বাচনের আগে ভোট পাওয়ার আসায় ছুটে যান ‍মুসলিম সম্প্রদায়েরে কাছে।

সুত্র বাংলাদেশ প্রতিদিন

http://www.bd-pratidin.com/international-news/2018/09/15/360682

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

গণঅধিকার পরিষদ

গণঅধিকার পরিষদ সোনারগাঁ উপজেলার আহবায়ক কমিটি ঘোষণা

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ  গণঅধিকার পরিষদের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।