নারায়ণগঞ্জ বাণী ২৪.কমঃ মন্ত্রিপরিষদে কোটা বাতিল পদ্ধতির সুপারিশ বাতিল চেয়ে কোট সংস্কারের দাবি যানিয়েছে কোটা আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা ৫ দফার আলোকে কোটা সংস্কারের দাবি যানিয়েছে এবং চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক , আলোক শিল্পী শহিদুল আলম সহ আটককৃতদের মুক্তির দাবি যানিয়েছে তারা।২ অক্টোবর রবিবার জাতিয় যাদুঘরের সামনে মানববন্ধনে এসব দাবি যানানো হয়। মানববন্ধন থেকে তিনটি দাবি করা হয় ।
তাহল,
১) পাচঁ দফার আলোকে কোটা সংস্কার
২) অাটককৃতদের অবিলম্বে মুক্তিা ।
৩) কোটা সংস্কার আন্দোনকারীদের উপর হামলাকারীদের গ্রেফতার ও শাস্তি ।
কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক ফারুক হোসেন বলেন, আমার ১ম ও ২য় গ্রেটের জন্য আন্দোলন করিনি। সকল গ্রেডেই কোটা
সংস্কার করতে হবে।