নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ প্রতদিন প্রায় ১০ থেকে ২০ হাজার পর্যটক বেরাতে যায় দেশর একমাত্র প্রাবাল দ্বীপে। তবে পযংটকরা দিনের বেলাতে বেড়াতে আসতে কোন বাধা নেই। প্রতিদিন বিপুল পরিমান পযংটকের কারনে এখানকার দ্বীপের জীববৈচিত্র্য ধ্বংসের সম্মুখিন হচ্ছে। সম্পুর্ন প্রবেশ নিষেধ করা হয়েছে ছাড়া দ্বীপ ও গলাচিপা অংশে পর্যটকদের।
আন্তমন্ত্রণালয় কমিটি সেন্টমার্টিন দ্বীপ রক্ষায় এ সিদ্ধান্ত নিয়েছে । সেন্টমার্টিন দ্বীপের জীববৈচিত্র্য ধ্বংসের চিত্র
তুলে ধরে ৯ সেপ্টেম্বর আন্তমন্ত্রণালয়ের এক সভায় একটি ভিডিও প্রতিবেদন তুলে ধরে পরিবেশ অধিদফতর। পরিবেশ
অধিদফতরের প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত গ্রহন করা হয়।
আরো সংবাদ পড়ুন।
তিন দিনের পুলিশ রিমান্ডে পাখি
বিএসএমএমইউতে চিকিৎসারত অবস্থায় যে সুবিধা পাবেন পাচ্ছেন খালেদা জিয়া
সেন্টমার্টিনের দাবি থেকে সরে গেছে মিয়ানমার