ফেসবুক

ফেসবুক :-২ কোটি ৯০ লাখ আইডির নিয়ন্ত্রণ করছে হ্যাকাররা

নারায়ণগঞ্জ বণী২৪.কমঃ সবচেয়ে জনপ্রিয় সোস্যাল মিডিয়ার মধ্যে অন্যতম একটি হচ্ছে ফেসবুক। দিন দিন বাড়ছে এই সোস্যাল মিডিয়ার ব্যবহার। প্রায় সব বয়সের মানুষ ব্যবহার করছে এই সোস্যাল মিডিয়া।

প্রয় ৩ কোটি ফেসবুকের মালিকান হ্যাকারদের হাতে আছে বলে যানিয়েছেন ফেসবুক কর্তিপক্ষ। তার যানায় দুই ধাপে

হ্যাকররা  অাইডি গুলো তাদের নিয়ন্ত্রণে নিয়েছে। প্রথামত, তার ১৫ মিলিয়ন আইডির আইডিগুলোর নাম, ফোন নম্বর, ই-মেইল নিয়েছে এবং দ্বিতিয় ধাপে  ১৪ মিলিয়ন আইডির জেন্ডার, লোকেশন, রিলেশনশীপ স্ট্যাটাস, হোম টাউন, সিটি, ধর্ম,

জন্মদিন,  জন্মস্থান, কর্মস্থল, শিক্ষাগত প্রতিষ্ঠানের নামগুলো নিয়ন্ত্রণে নিয়েছে।

এফবি কর্তৃপক্ষ জানায়, তারা ইতিমধ্যে এফবিআইয়ের  সাথে যোগাযোগ করেছে। কার এরসাধে জরিত,কোথা থেকে করছে

এ সকল বিষয়ের উপর অনুসন্ধান ও তদন্ত শুরু করেছে এফবিআই। তবে খনি এফবিআই কোন তথ্য প্রদান করবেনা তদন্তের স্বার্থে।

 

ফেসবুক নিয়ে আরো সংবাদ পড়ুন নিচের লিংকে।

ভাইরাল ভিডিও-চলন্ত বাসে যৌন হেনস্তাকারীকে কলেজ ছাত্রীর ধোলাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

হাইকোর্ট

জাতির সঙ্গে মশকরা করবেন না-হাইকোর্ট

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ডিবি কার্যলয়ে যাকেই ধরে নেন (ডিবি অফিস) তাকেই খাবার টেবিলে বসিয়ে দেন। এগুলো কেন করতে গেলেন জাতির সঙ্গে মশকরা করবেন না”।