ঢাকা বিশ্ববিদ্যালয়ে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েও অর্থের অভাবে ভর্তি হতে পারছেনা লিপি

নারায়ণগঞ্জ বাণী২৪ঃ নাম তার লিপি খাতুন। যেখানে ঢাবি তে ২০১৮ সালে গ বিভাগে পাশর হাম মত্র ১৪ শতাংশ,সেখানে ভর্তি পারিক্ষায় উর্ত্তিন হয়ে আর্থের আভাবে ভর্তি হতে পারছেনা লিপি থাতুন। ঢাবির ’গ” বিভাগে ভর্তি পরিক্ষায় ভর্তি হবার সুযোগ পায় লিপি খাতুন।

হাতীগঞ্জ শাহ্ গরিবুল্যা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০১৬ সলে এস এসসি পারীক্ষায় মানবিক বিভাগে জিপিএ ৫ ও ২০১৮ সালে হতীবান্ধা মহিলা ডিগ্রী কলেজ থেকে জিপিএ ৫ পেয়েছে লিপি খাতুন নামের এই মেধাবী তরুনী।

 

২০০৫ সালে নাটোরে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয় লিপি খাতুনের বাবা। আর তার সাথেই লিপি খুতুনের পরিবারে নেমে আসে আভাব-

অনটনের ছায়া। ধার-দেনা করে ও সহপাঠীদের সহযোগিতায় লেখাপড়া করেছন লিপি। লিপির মা রহিমা বেগম দুশ্চিন্তায় ও আফসো করে

বলেন, মেয়ে আমার ঢাকা বিশ্ব বিদ্যালয়ে ভর্তির ‍ সুযোগ পাওয়ার পড়েও টাকার অভাবে ভর্তি করাতে পারছিনা।

 

লিপি খাতুন বলেন, শিক্ষকদের সহযোগিতায় লেখাপড়া করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ’ ইউনিটে ভর্তির সুযোগ পেয়েও টাকার অভাবে ভর্তি

হতে পারছিনা।লেখাপড়া করে আমি বিসিএস ক্যাডার হতে চাই। কোন ব্যাক্তি বা সংস্থা সহযোগিতা করলে আমি লেখাপড়া করতে পারতাম।

 

আরো ঢাবির খবর পড়ুন।

ঢাবির ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ”খ’’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ১৪ শতাংশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

বাংলাদেশ গণ অধিকার পরিষদ

”বাংলাদেশ গণ অধিকার পরিষদ“ নুরের নতুন দল

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে দেশে নতুন দলের আত্মপ্রকাশ করেছে । নতুন দলের নাম দেয়া হয়েছে ”বাংলাদেশ গণ অধিকার পরিষদ“।