সৌদি অরব

সৌদি অারব সফরে প্রধানমন্ত্রী, হতে পারে প্রতিরক্ষা এবং তথ্যপ্রযুক্তি সমঝোতা স্মারকে সই

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ সৌদির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে চার দিনের সফরে সৌদি গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৬ অক্টোবর মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বিমান বন্দর থেকে তিনি সৌদির উদ্দেশে রওনা হন।

প্রধানমন্ত্রীর এ সফরে সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা এবং তথ্যপ্রযুক্তি বিষয়ে সমঝোতা স্মারকে সই হওয়ার কথা রয়েছে। এছাড়া, সৌদি

বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি রিয়াদে নিজস্ব জমিতে

নবনির্মিত বাংলাদেশ দূতাবাস ভবনের উদ্বোধন এবং জেদ্দায় বাংলাদেশ কনসুলেট ভবনের ভিত্তি স্থাপন করবেন বলে জানা যায়। সেখানে

অবস্থানকালে তিনি ১৮ই অক্টোবর মক্কায় ওমরা পালন করবেন এবং সবকিছু ঠিক থাকলে ১৯ অক্টোবর  সৌদি অারব থেকে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।

আজকের অারো খবর পড়তে এখানে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*