প্রথমবারের মতো এলআরবি শো করতে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ১৯৯৮ সালে। শো শেষ করে যান নিউইয়র্কের
গিটার সেন্টারে। গিটার দেখতে দেখতে চোখা যায়া কাচের বাক্সে আবদ্ধ থাকা একটি গিটারের দিকে। দেখতে চাইলেন আইয়ুব বাচ্চু গিটারটা।
ব্যবস্থাপককে দেখাতে বল্লে বাংলাদেশের কথা শুনে গিটার না দিয়ে অন্য গিটার দেখতে বলে অইয়ুব বাচ্চুকে। বলে, এটা তোমার দেশের জন্য না , এটা এখানকার সবচেয় দামী গিটার।
কষ্ট পেলেন আইয়ুব বাচ্চু , তবে কষ্টটা নিজের জন্য না , দেশের জন্য-দেশকে ছোট করে কথা বলার জন্য।
আইয়ুব বাচ্চু অনেক অনুরোধ করার পড় গিটারটা তার হাতে দেওয়া হয়। তারপর তার হাতের যাদু দেখাতে শুুরু করলেন,
বাজাতে শুরু করলেন গিটারটাকে। গিটারের মন ঝাজালো শুরে মার্কেটে থাকা মানুষ গুলো ভির জমাতে থাকে গিটার সেন্টারে।
বাজানো শেষে গিটার ফেরৎ দেবার সময় গিটার সেন্টারের ব্যবস্থাপক বলে, তুমি অনেক ভাল বাজাও, তুমি এটা নাও আমি তোমার কাছে আর্ধেক দাম রাখব।
আইয়ুব বাচ্চু মুখের উপর বলে দিলেন, ‘‘তুমি আমার দেশকে অপমান করেছ, বিনে পয়শায় দিলেও তোমার গিটার আমি নেব না। যে গিটারের জন্য নিজের দেশ অপমানিত হয়, সে গিটার আইয়ুব বাচ্চু দ্বিতীয়বার বাজায় না”
লেখাটা ইন্টারনেট থেকে সংগ্রীত, তবে কথা গুলো ঠিক রেখ নিজের মনের ভাষা ব্যবহার করে লিখা হয়েছে।