ইন্দোনেশিয়ায়
ইন্দোনেশিয়ায় পুলিশে মেয়েদের থাকতে হবে কুমারীত্ব,হতে হবে সুন্দরী

ইন্দোনেশিয়ায় পুলিশের চাকুরিতে মেয়েদের থাকতে হবে কুমারীত্ব,হতে হবে সুন্দরী

নারায়য়ণগঞ্জ বাণী২৪.কমঃ ইন্দোনেশিয়ায় পুলিশ বাহিনীতে নারীদের নিয়োগের ক্ষেত্রে মেয়েদের থাকতে হবে কুমারীত্ব, হতে হবে সুন্দরী । এমনি এক আজব শর্ত জুরে দেওয়া হয়েছে দেশটির সেনাবাহিনী ও পুলিশের চাকুরির ক্ষেত্রে। 

পরীক্ষার মাধ্যমে দেখা হবে নারী আসলেই কুমারী কি-না েএবং হতে হবে রুপ লবন্যর অধিকারী। সম্প্রতি পুলিশ বাহিনীতে

নারী সদস্য নিয়োগের  প্রকাশিত বিজ্ঞপ্তি তে বলা হয় পুলিশে চাকরি পেতে হলে নারীদের কুমারী হতে হবে।

তবে এমন শর্ত জুরে দেওয়া দেশটির মানবাধিকার সংস্থা গুলো নড়েচড়ে বসেছে। হিউম্যান রাইটস ওয়াচ’র মুখপাত্র আন্দ্রে

হারসোন বলছেন,এটা নারীদের বিকশিত ও ধীনতা প্রতিষ্ঠায় অন্যতম বাধা।এই নীতি ‘বৈষম্য ও আক্রমণমূলক।

 

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) নারীদের কুমারীত্ব পরীক্ষার নীতি বন্ধ করতে  ইন্দোনেশিয়ার প্রতি আহ্বান জানিয়ছেন।

 নারায়ণগঞ্জ ইপিজেট-শ্রমিক অসন্তোশ–  নিউজটি পড়তে এখানে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*