নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ আড়াইহাজারে ৪ যুবকের লাশ উদ্ধার হওয়ার ঘটনায় নিহত চার ব্যক্তিকে আসামী করে মামলা দায়ের করেছে আড়াইহাজার থানা পুলিশ। গত ২১ অক্টোবর রাতে উপ-পুলিশ পরিদর্শক রফিউদ্দৌলা বাদী হয়ে অজ্ঞাত চার জনকে আসামী করে একটি হত্যা মামলা এবং অস্ত্র উদ্দারের ঘটনা দেখিয়ে অস্ত্র আইনে পৃথক অরও একটি মামলা দায়ের করেন।
মামলার ঘটনায় নিহত চার ব্যক্তির মধ্যে পারস্পরিক গোলাগোলিতে হত্যাকান্ড সংঘটিত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। ফলে নিহত
চার বক্তিকেই অজ্ঞাত আসামী উল্লেখ করা হয়েছে। অবশ্য ২১অক্টোবর লাশ উদ্ধারের শুরু থেকেই পুলিশ দাবী করে আসছিল নিহত চার সন্ত্রাসীর মধ্যে গোলগুলিতে এ হত্যাকান্ড ঘটেছে।
এর অগে ২১ অক্টোবর রবিবার সকালে আড়াইহাজার উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পাচরুখী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের
সামনে থেকে ৪ যূবকের লাশ উদ্ধার করে আড়াইহাজার থানা পুলিশ। সেই সাথে ২টি পিস্তল ও একটি মাইক্রোবার উদ্ধার করা হয়।
সন্ত্রাসীদের পারস্পরিক দন্দে এ হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করেছিল পুলিশ। পরে ময়না তদন্তের জণ্য
নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় রবিবার রাতে আড়াইজাচার খানায় হত্যা ও অস্ত্র আইনে পৃথক দুইটি
মামলা দায়ের করে পুলিশ।