ঢাবি ‘ঘ’

ঢাবি ‘ঘ’ ইউনিটে ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনা তদন্তে কমিটি গঠন

নারায়ণগঞ্জ বাণী২৪,কমঃ ঢাবি ‘ঘ’ ইউনিটে প্রশ্নফাঁসের ঘটনার অধিকতর তদন্তে কমিটি গঠন করা হয়েছে। ২২অক্টোবর সোমবার    উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান কমিটি গঠনের বিষয়ে নিশ্চিত করেছেন। পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির প্রধান হলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ। কমিটির অন্য সদস্যরা হলেন জীববিজ্ঞান অনুষদের ডিন

অধ্যাপক ড. এমদাদুল হক, সিন্ডিকেট সদস্য বজলুল মজনুন চুন্নু, জগন্নাথ হলের প্রভোস্ট অধ্যাপক অসীম কুমার সরকার,

বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী। গত ১২ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।            পরীক্ষা চলাকালে

প্রশ্নফাঁসের অভিযোগ উঠলেও কর্তৃপক্ষ আমলে নেয়নি। পরে প্রশ্নফাঁসের সাথে জড়িত ৬ জনকে আটক করলে শাহবাগ থানায় মামলা হয়।

 

তখন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়। প্রথমে ফল প্রকাশ স্থগিত রাখলেও

পরবর্তীতে ১৬ অক্টোবর ফল প্রকাশ করা হয়। ঘোষিত ফল অস্বাভাবিক দেখা গেলে শিক্ষার্থীরা তা বাতিলের দাবি জানায়। আইন বিভাগের

ছাত্র আখতার হোসেন পরীক্ষা বাতিলের দাবিতে অনশন শুরু করলে শিক্ষক-শিক্ষার্থীরা সরব হয়ে ওঠেন। বিশ্ববিদ্যালয়ের

ছাত্রসংগঠনগুলোও পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*