নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ফতুল্লায় রি-রোলিং মিলে চুল্লি বিষ্ফোরনে বাবুল(৩০) নামের ১ শ্রমিকের মৃত্যূ হয়েছে আহত হয়েছে আরও ৪ জন। আহতরা ঢাকা সেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। ২৪ অক্টোবর বুধবার ভোরে ফতুল্লার পাগলাএলাকায় চাকদা রি-রোলিং স্টিল মিলে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে এক জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
চাকদা রি রোলিং মিলের ম্যানেজার নূরুল ইসলাম জানান, বুধবার ভোরে চুল্লিতে কাজ শুরু করলে উপর থেকে ধাতব জাতীয় একটি
পদার্থ পড়লে চুল্লিতে বিস্ফোরন ঘটে। বিস্ফোরনে ৫ জন শ্রমিক আাহত হয়। আহত অবস্থায় তাহাদেরকে ঢাক মেডিকেল কলেজ
হাসপাতালে নিয়ে গেলে সকাল ১০টায় বাবুল নামের একজন মারা যায়। অন্য চারজন চিকিৎসাধীন আছে।
নিহক বাবুল ময়মনসিংহের গফরগাঁও এলাকার আব্দুল জাব্বারের ছেলে। আহতরা হচ্ছে জুয়েল(২৮), সুমন(৫), মইনুল(২৮) এবং
শাহাদাৎ(২৪)। আহতদের মধ্যে জুয়েলের অবস্থা আশংকাজনক বলে যানা গেছে।
ফতুল্লা থানার অফিসার্স ইনচার্জ শাহ মোঃ মঞ্জুর কাদের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ।