নারায়ণগঞ্জ বাী ২৪.কমঃ কুমারী সেজে দ্বিতীয় বিয়ে করায় শাপলা আকতার লিলি (২৬) নামের এক গৃহবধুকে ২ বছরের কারাদন্ড ও ৫
হাজার টাকা জরিমার আদেশ দিয়েছে আদালত। ২৪ আগষ্ট বুধবার বগুড়ার চতুর্থ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছমা মাহমুদ এ রায়
প্রদান করেন।
শাপলা আকতার লিলি ২০১১ সালে রাজু আহম্মেদ নামের এক যুবকের সাথে বিয়ে করার পর ৪ বচর সংসার করে। তার পর ২০১৫ সালে
১ম বিয়ের কথা গোপন রেখে গাবতলী উপজেলার ধোড়া গ্রামের আমজাদ হোসেন মোল্লার ছেলে আপেল মাহমুদ রনির সাথে আবারো
বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ১ম বিয়ের কথা জনতে পেরে ১ম স্বামী রাজু শাপলা আকতার লিলি ও ৬ জনকে বাদী করে মামলা দায়ে করে।
আদালতের নির্দেশে গাবতলী মডেল থানার এসআই জাহিদুল ইসলাম তদন্ত করে প্রতিবেদন দায়ের করে। বিয়ে গোপন করে কুমারি সেজে
পুনরায় বিয়ে করর অপরাধে
লিলিকে আদাল ২ বছরের কারাদন্ড দেয় আদালত।
শাপলা আকতার লিলির বিরেুদ্ধে ২য় স্বামী রাজু একই অভিযোগ এনে মামলা দায়ের করে ছিল । রজুর করা মামলাও ত ৩ জানুয়ারি মাসে
লিলিকে দেড় বছর বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানার রায় ঘোষনা করা হয়ে ছিল।