তামীম ইকবাল

যে সব দিক থেকে তামীমকে পেছনে ফেলে উচ্চতায় ইমরুল কায়েস ।

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ তামীম ইকবাল চট্টগ্রামে তৃতীয় ম্যাচে ১১৫ রান করে বাংলদেশ ওপেনার তামীম ইকবালকে পেছেনে ফেলে ১ম স্থান দখল করে নিলেন েইমরুল কায়েস। বাংলাদেশের হয়ে ওয়ান্ডেতে তিন ম্যাচ সিরিজে সর্বোচ্চ রান করার রেকর্ড এখন ইমরুল কায়েসের দখলে। 

এর আগে ২০১৪-১৫ পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজে ৩১২ রান করেছিলেন তামিম। ২০১৮ অক্টোবর পর্যন্ত এটাই

ছিল বাংলাদেশের কোন ব্যাট্সম্যানের সর্বোচ্চ তোলা রান। তবে এবার জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজে

তামীম ইকবালের করা সেই রের্কড ভাঙ্গেলেন ইমরুল কায়েস। তিন ম্যাচে করেছেন ৩৪৯ রান। ১৪৪, ৯০ ও ১১৫

রান করেন বাংলাদেশের এই বাঁ-হাতি ব্যাট্সম্যান।

কুমারী সেজে দ্বিতীয় বিয়ে করায় গৃহবধুকে ২ বছরের কারাদন্ডাঃ- নিউজটি পড়তে এখানে ক্লিক করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

গণঅধিকার পরিষদ

গণঅধিকার পরিষদ সোনারগাঁ উপজেলার আহবায়ক কমিটি ঘোষণা

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ  গণঅধিকার পরিষদের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।