নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃরাজপথে নারায়ণগঞ্জের শিক্ষার্থীরা। নারায়ণগঞ্জ চাষাড়ার শহীদ মিনারের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। চলমান ধর্মঘটে নারায়ণগঞ্জ মহিলা কলেজের বাস ভাংচুর, ড্রাইভারকে হেনেস্তা ও কলেজ ছাত্রীদের উপর হামলার প্রতিবাদে বিভিন্ন স্কল-কলেজের শিক্ষার্থীরা এ অবস্থান কর্মসুচি পালন কারে।
অবস্থান কর্মসুচির পড় একটি মিছিল বের করে কালির বাজার এলাকা ঘুরে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। অবস্থান কর্মসুচি থেকে বলা হয়, পরিবহন র্ধমঘেটের নামে তারা নানা রকম সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। তারা স্কুল
কলেজর গাড়ি , এমনি কি এম্বুলেন্স চলতে।
২৮ আগষ্ট রবিবার চাষাড়া এলাকায় নারায়ণগঞ্জ মহিলা কলেজের বাস ভাংচুর করে, বাসের ড্রাইভারকে হেনেস্তা ও
বাসে থাকা ছাত্রীদের উপর কালি.পোড়া মবিল ঢেলে দিয়েছে। এম্বুলেন্স আটকে রাখার কারনে সিলেটে ৭ দিনের
এক শিশুর মৃত্যু হয়েছে। আমরা তার প্রতিবাদ যানচ্ছি। রাজপথে নারায়ণগঞ্জের শিক্ষার্থীরা
২৯ অক্টোবর সোমবার সকলে নারায়ণগঞ্জের শিক্ষার্থীরা নারায়ণগঞ্জের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তদের
অবস্থান কর্মসুচি চলাকারে এসব কথা বলেন।