নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ রাস্তাতেই ২ দিনের শিশুর মৃত্যু -নবজাতকের বাবার আকুতি রাখলনা র্ধমঘট.. র্ধমঘটের নামে সারা দেশে চলছে অরাজকতা। নজর নেই প্রশাসনের। ২৮অক্টোবর রবিবার ৭ দিনের বাচ্চার পর এবার ২ দিনের নবজাতকের মৃত্যু হয়েছে রাস্তায়। দক্ষিণ সুনামগঞ্জে গনিগঞ্জ গ্রামে সোমবার দুপুরে এঘটনা ঘটেছে।
পারিবারিক সু্ত্রে জানা যায়,রবিবার দিবাগত রাতে নিজ বাড়িতে মইনুল ইসলামের স্ত্রী শেলিনা বেগম ত্র সন্তানের জন্ম দেয়।
জন্মের পর ঠান্ডা জনিত সমস্যার প্রকটতা দেখা দিলে নবজাতকের বাবা পল্লি চিকিৎকরে কছে নিয়ে যায়।
পল্লি চিকিৎসক তাসে দ্রুত হাসপাতলে নেওয়া কথা বলে।
নবজাতক শিশুটিকে যানবাহন যোগে হাসপাতালে যেতে চাইলে পরিবহন শ্রমিক গনিগঞ্জ বাজারে আটকে দেয়।
পরে নবজাতকের পিতা ও বাজারের ব্যাবসায়ি দের নিয়ে অনুরোধ করলেও পরিবহন শ্রমিকরা গাড়িটিকে ছারে না।
ক্ষনিকের মধ্যেই নবজাতক বাবার কোল প্রান হারায়।
বাজারের ব্যবসায়িরা এর তিব্র নিন্দা জানিয়েছেন। ব্যবসায়ি নাজিম উদ্দিন বলেন আমারা শ্রমিকদের হাতে পায়ে ধরে অনুরোধ করেছি।
তবুও তারা গাড়িটি ছারেনি।
ইউপি চেয়াম্যন বলেন,তার রাস্তায় নৈরাজ্য করছে তা কোনভাবেই মেনে নেওয়া যায়না। সরকরের উচিৎ তাদের দমন করা। না হলে দেশের জনগন তাদের বিচার করবে।