আইনমন্ত্রী

সংবিধান সম্মত যেকোন আলোচনার জন্য প্রধানমন্ত্রীর দ্বার উম্মোক্তঃ–নারায়ণগঞ্জে আইনমন্ত্রী

নারায়ণঞ্জ প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর বরাবর সংলাপের জন্য জাতীয় ঐক্যফ্রন্টের দেওয়া চিঠির বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের উদ্বৃৃতি দিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, গনতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় সংবিধান সম্মত যে কোন আলোচনার জন্য প্রধানমন্ত্রীর দ্বার উম্মোক্ত।

৩০ অক্টোবর মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লায় নবনির্মিত নারায়ণগঞ্জ রেজিস্ট্রেশন ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরতে গিয়ে বলেন, বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় পদ্মা সেতু নির্মান, জলসীমা

নির্ধারন, সিটমহল বিনিময়, সর্বশেষ বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপন এ সবই ছিল জাতির জনকের সপ্ন।

১৯৭৫ সালে ১৫ই অগস্ট জাতির জনককে হত্যার মধ্য দিয়ে স্বাধীনতা বিরোধী শক্তি সেই স্বপ্নকে থামিয়ে দেওয়ার অপচেষ্টা করেছে।

আর বঙ্গবন্ধুকণ্য তার সেই স্বপ্ন আজ পুরন করে চলেছেন। রুপপুরে পারমানবিক বিদ্যূৎ কেন্দ্র উন্নয়নের অরও একটি মাইল বলে দাবী করেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ক্ষমতায় থাকতে পাঁচ বছর মেয়াদি উন্নয়ন পরিকল্পনা করেছিলেন।

কিন্তু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সরকার সেই পরিকল্পনা নস্যাৎ করে দেয়। পরে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী জাতীয় সংসদ

নির্বাচনে নৌাকা প্রতীকে ভোট চান আইনমন্ত্রী।

 

নিবন্ধন বিভাগের মহাপরিদর্শক খান মোঃ আব্দুল মান্নাননের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫

আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান, নজরুল ইসলাম বাবু এমপি, এড. হোসনেয়ারা বেগম বাবলী  এমপি, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক

রাব্বী মিয়া উপস্থিত ছিলেন।

এর আগে দুপুর সোয়া ১২ টায় অনুষ্ঠাসে উপস্থিত হয়ে নব নির্মিত নারায়ণগঞ্জ রেজিষ্ট্রেশন ভবন উদ্বোধন করে পাশে একটি আমলকি রোপন করেন আইনমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

Narayanganj news

মঞ্চ ভেঙে পড়ে গেলেন ওবাইদুল কাদের সহ সবাই-দরকারনেই নেতা তৈরির কারখানা

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্টা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন আওয়ামি লীগের সাধারন সম্পাদক ওবাইদুল কাদের। হটাৎ করেই ওবাইদুল কাদেরের