নারায়ণগঞ্জ বাণী ২৪.কমঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাপ। নভেম্বরের প্রথম সপ্তাহেই ঘোষিত হচ্ছে তফসিল।
ইসির এমন ঘোষনার পর রাজনৈতিক উত্তাপ বেড়েছে দেশের রাজনৈতিক অঙ্গনে। নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) অসনও এর ব্যাতিক্রম নয়।
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের আওয়ামীলীগের প্রার্থীকে নৌকা প্রতীক মনোনয়ণ দিতেজোরালো দাবী করে আসছে তৃলমূল থেকে সিনিয়র আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও সমর্থ্যকরা।
তাদের দাবী গত পাঁচ বছরে সোনারগাঁয়ে মহাজোটের প্রার্থী হিসেবে আওয়ামীলীগের স্থানীয় ও ত্যাগী নেতা-কর্মীরা যথাযথ মূল্যয়ন না পাওয়ায় আওয়ামীলীগের রাজণীতিতে অনেকটা স্থবিরতা বিরাজ করছে।
তাদের দাবী আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন না দিলে সোনারগাঁয়ে আওয়ামীলীগের সাংগঠনিক কার্যক্রম আরও দুর্বল হয়ে পড়বে।
নারায়ণগঞ্জ-৩ আসনে একাধিক নেতা আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী হওয়া সত্বেও সোনারগাঁ আসনে আওয়ামীলীগ থেকে নৌকা প্রতীক বরাদ্দের দাবীতে সবাই একমত।
তাদের বাবী সোনারগাঁয়ে আওয়ামীলীগের দুঃসময় কাটিয়ে যেভাবে দিঘপথ পাড়ি দিয়ে একটা শক্ত অবস্থানে এসেছে ঠিক সেই সময় বিগত সংসদ
নির্বাচনে মহাজোট থেকে জাতীয় পার্টির প্রার্থীকে মনেনয়ন দেওয়ায় এবং দির্ঘ পাাঁচ বছর আওয়ামীলীগ ক্ষমতায় থাকলেও
দলীয় সংসদ সদস্য না থাকায় সোনারগাঁ থানা আওয়ামীলীগের সাংগঠনিক কার্যক্রম অনেকটা দুর্বল ও স্থবির হয়ে পড়েছে।
আর এ দুর্বলতা কাটিয়ে তুলতে এবং নেতাকর্মী ও সমর্থ্যকদের মনোবল চাঙ্গা করতে অগামী সংসদ নির্বাচনে
আওয়ামীলীগের প্রার্থীকে মনোনয়ন দেওয়ার কোন বিকল্প নেই বলে দাবী তাদের।
তবে এবার নৌকা প্রতীক বরাদ্দ পাবে সোনারগাঁয়ে এমন আশা নিয়েই নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্চে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীরা।
মুখে যাই বলুক বিএনপি জোট নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য হলেও নির্বাচনে অসবে এমন ধারনা সবার।
এর ফলে আওয়ামীলীগের অন্যতম শরিক দল জাতীয় পার্টির মূল্যয়ন একটু হলেও ভাটা পড়বে।
আর সেই সুযোগে সোনারগাঁয়ে আওয়ালীগের অস্তিত্ব রক্ষায় কেন্দ্রীয় নেতাদের নিকট দলের অবস্থান ও দলীয় মনোনয়নের প্রয়োজনীয়তা
তুলে ধরবে থানা অওয়ামীলীগের সিনিয়র নেতা ও মনোনয়ন প্রত্যাশীরা।
এরই মধ্যে মনোনয়ন প্রত্যাশীদের কেউ কেউ আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করে এমন জোরালো দাবী পেশ করেছেন বলেও যানা গেছে।
সব মিলিয়ে মহাজোটে থাকলেও এবার দলের অস্তিত্ব সক্ষায় নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনে এবার আওয়ামীলীগের প্রার্থীকেই
মনোনয়ন দেওয়া হবে এমন অশাবাদ ব্যক্ত করছে সোনারগাঁ আওয়ামীলীগের নেতা-কর্মী ও সমর্থ্যকরা।