নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ হিসেবে ঘোষণা দিয়েছেন কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড এর নেতারা। ৪ নভেম্বর রবিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অয়োজিত একে শোকরানা মাহফিলে প্রধানমন্ত্রীকে কওমি জননী হিসেবে স্বীকৃতি দেন গওহরডাঙ্গা কওমি মাদ্রাসার শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদ্রাসার মহাপরিচালক মুফতি রূহূল অমিন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতি দেওয়ায় তাকে সংবর্ধ দেওয়া উপলক্ষে আল-হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ আয়োজিত শোকরানা মাহফিলে সভাপতিত্ব করেন,আল-হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এর
চেয়ারম্যান হেফাজত ইসলাম বাংলাদেশরে অমির মাওলানা শাহ অহম্মদ শাফি।
সকাল ৯ টায় শুরু হওয়া এ শোকরানা মাহফিলে প্রধান অথিতি হিসেবে পৈানে ১১ টায় মাহফিলে উপাস্থত হন প্রধানমন্ত্রী। কওমি আলেম
ওলামাদের ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, শিক্ষামন্ত্রী নূরূল ইসলাম নাহিদ,স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান
খান কামলৈ নৌমন্ত্রী শাজাহান খান। এর অগে মঞ্চে উপবিষ্ট হওয়ার পূর্বে কওমি
নেতাদের সাধে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধিতে ভূষিত করা হয়েছে। রবিবার
শোকরানা মাহফিল কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড গওহরডাঙ্গার চেয়ারম্যান ও গোপালগঞ্জের
গওহরডাঙ্গা মাদ্রাসার মহাপরিচালক মুফতি রুহুল আমীন এ উপাধি দেন।