নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ র্যাব-১১-একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে যাতে কোন প্রকারের শৃংখলা বহির্বুত কোন কর্মসুছি না হতে পারে এবং জনগনের যান মালের নিরাপত্তা যেন বিঘ্নিত না হতে পারে সে লক্ষ্যে র্যাব সদর দপ্তরের নির্দেশনায় বিশেষ টহল বৃদ্ধি করেছে র্যাব-১১।
৮ নভেম্বর দুপুরে নারায়ণগঞ্জের চাষাড়া কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এক সাংবাদিক মম্মেলনে একথা জানান, র্যাব-১১ এর সিইও (কমান্ডিং অফিসার) রাসেল আহাম্মেদ কবির।
তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের তফসিল ঘোষণা করবেন এ নিয়ে যে কোন পরিস্থিতি ও যেকোন ধরনের অস্থিতিশীণ
পরিবেশ তৈরি করা হলে তা মোকাবেলায় অমরা প্রস্তুত আছি।
সাংবিধানিক দায়িত্ব মেনে সংবিধানের ধারা ও গনতন্ত্রেও ধারাবাহিকতা সমুন্নত রাখতে অমরা বদ্ধপরিকর।
তিনি বলেন , আমাদের র্যাব-১১ এর সদর দপ্তর নারায়ণগঞ্জে হলেও, মুন্সিগঞ্জ, নরসিংদী, কুমিল্লা সহ অরোও ৭ টি জেলা রয়েছে ।
সবকটি জেলাতেই র্যাবের পোশাকে বিশেষ টহল বুদ্ধি করা হয়েছে এবং সাদা পোশাকে গোয়ান্দারা কাজ করকে।
রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে নিয়ম শৃংখলা ঠিক রেখে সাধারণ রাজনৈতিক কর্মসুচি, সভা, সমাবেশ করলে তাদেকে নিরাপত্তা দিতেও আমরা বদ্ধপরিকট।