নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ দাঁড়িয়ে প্রস্রাব করার করনে আমাদের মারাত্নক রোগ বাসা বাধছে মানব দেহে। আসুন যেনে নেই দাঁড়িয়ে প্রস্রাব কারার করনে কি কি মারাত্নক ক্ষতির মুখে পরছি আমারা।
১) দাঁড়িয়ে প্রস্রাব কারনে পেটের উপর কোনে চাপ পড়ে না। ফলে দূষিত বায়ু বের না হয়ে উপর দিকে উঠে যায়। এর কারনে রক্ত চাপ, হৃদযন্ত্রে স্পন্দন বাড়ে ও খাদ্যনালী দিয়ে বার বার ঢেকু্র আসতে থাকে।
২) দাঁড়িয়ে প্রস্রাব ফলে প্রস্রাবের থলি সরু ও লম্বা হয়ে ঝুলতে কাকে, প্রস্রাবে থাকা পদার্থগুলো প্রস্রাবের থলে ও কিডনির মধ্যে
আটকে তাকে। দূষিত পদার্থ গুলো আটকে থাকার কারনে কিডনি সম্পুর্ন ডেমের হতে শুরু করে এবধ থলিতে ক্যানসার দেখা দেয়।
৩) এর কারনে কারনে পুরুষের যৌন শক্তি কমতে থাকে,পুরুষাঙ্গ নরম ও তেনা তেনা হয়ে যায়।
৪) কিডনিতে পাথর হওয়ার একমাত্র কারন হিসেবে এটাকেই প্রধান্য দেওয়া হয়।
৫) দাড়িয়ে প্রস্রাব করার কারনে ডায়বেটিক, জন্ডিস, কিডনী রোগ হবার সম্ভবনা ৯৯.৯৯ ভাগ ।
৬) ইসালামের দৃষ্টিতে প্রস্রাব দাড়িয়ে করা কবিরা গুনাহ। আর কবিরা গুনাহ বিশেষ তওবা ছাড়া আল্লাহর কাছে মাফ পাওয়া যায়না।
–
স্বাস্থ্য বিজ্ঞানীদের মতে উপরোক্ত দৈহিক সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের অতি অবশ্যই বসে প্রস্রাব করা উচিত।