নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ সাংসদ শামীম ওসমান বলেছেন নারায়ণগঞ্জ-ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ হবে মালেয়শিয়া-সিঙ্গাপুরের মত। থাকবে কেবল কার ও উরাল ট্রেন।
তিনি বলেন, ইতিমধ্যে ৫ হাজার কোটি টাকার চেয়ে বেসি প্রস্তবিত ফাইলটি জননেত্রী শেখ হাসিনার হাতে রয়েছে। আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলে ডিএডি প্রকল্পের কাজ শুরু করা হবে।
শামীম ওসমান বলেন, আমি কোথাও একটি ভোট চাইনি। আজকেও বলবনা আমাকে ভোট দেন। আমার ভোট
চাওয়ার দরকার নাই, আপনি আপনার ইচ্ছামত ভোট দিন ।
যাকে দিয়ে আপনাদের উপকার হবে, এলাকার উপকার হবে, উন্নয়ন হবে তাকেই অাপনারা নির্বাচিত করবেন। শমীম ওসমান ও সেলিম ওসমান বলে কোন কথা নেই।
আমার আগেও আরো ৩ জন এমপি ছিলেন, আমার চাচি কবরি এমপি ছিলেন, ৫ টাকার কাজও তিনি করেন নাই ।শুধু টাকা মেরে খেয়েছেন।
আমাদের জন্য দোয়া করবেন, আমি ও আমার বড় ভাই এমপি না হলেও যেন আপনাদের উপকার করতে পারি।
১৭ নভেম্বর বিকেএমইএ আয়োজিত ২০ তম বার্ষিক সভা (এজিএম) ও ইজিএম এবং বিকেএমইএ-র ২২ বছর
পূর্তি উপলক্ষে নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে আয়োজিত সাংস্কুতিক অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্য কালে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিকেএমইএ -র সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ এ কে এম সেলিম ওসমান।
আনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ উপজেল চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী,
বিকেেএমইএ-র সহ সভাপতি(অর্থ), এফবিসিসিআই এর পরিচালক ও বিকেএমইএ-সদস্য ভুক্ত শিল্প-কারখানর মলিকবৃন্দ।