নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ আসন্ন একাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ইংরেজী নতুন বছর উৎযাপনে স্বরাস্ট্র মন্ত্রনালয় থেকে বিধি-নিষেধ জারি করা হয়েছে।
১৮ নভেম্বর রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যগন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে নিন্ম লিখিত সিদ্ধান্ত গুলো গ্রহন করে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এক প্রেস ব্রিফিংয়ে ঘোষনা করেন।
১) খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড় দিনে নিরাপত্তা চাদরে ঢাকা থাকবে সারা দেশের চার্চ।
২) কোনো হোটেল-গ্যাদারিং সৃষ্টি করে ডিজে পার্টি করা যাবে না।
৩) ৩১ ডিসেম্বর বিকেল থেকে পরের দিন ১ জানুয়ারি সন্ধ্যা পর্যন্ত ক্লাবে কোনো বার খোলা রাথা যাবেনা।
৪) কোনো বেলুন, ফানুস উড়ানো যাবেনা ও ফোটানো যাবে না আতশবাজি, পটকা ফাটনো যাবেনা।
৫) থার্টিফাস্ট নাইটে হোটেলগুলোতে বৈধ পার্কিংয়ের বাইরে কোনো জায়গায় পার্ক করতে পারবে না।
৬) ৩১ ডিসেম্বর থার্টিফার্স্ট নাইটে কোনো হোটেল-গ্যাদারিং সৃষ্টি করে ডিজে পার্টি করা যাবে না।
৭) কোন বাসা-বাড়ীর ছাদেও কোন পাটি করা যাবেনা।
৮) থার্টিফাস্ট নাইটে কোনো বৈধ অস্ত্র বহন করা যাবে না।
স্বরাষ্ট্রমন্ত্রী অরো বলেন, থার্টিফাস্ট নাইট খ্রিস্টান ধর্মের বড় একটি উৎসবের দিন,তাই প্রতিটা চার্জে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আইন সৃংক্ষলা বাহিনী মোতায়ন থাকবে। নির্বাচন কমিশন যেখানে.যেভাবে ইচ্ছে প্রয়োজন মোতাবেগ আইন রক্ষাকারী বাহিনী মোতায়ন করবে।