নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ বিএনপিতে একজন উপযুক্ত নেতা নাইযে কিনা মনোনয়ন বোর্ডে কথা বলবে, বিষয়টি কষ্টদায়ক।আসনের জাতীয় সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আমি একটি নতুন জিনিস উপলব্দি করলাম, আমি বলেছিলাম যে ঐক্যজোট হওয়াতে হয়তো নির্বাচনটা আমাদের জন্য একটু কঠিন হবে কিংবা প্রতিদ্বন্ধিতা বাড়বে।
কিন্তু আমরা গর্বের সাথে বলতে পারি দেশের মানুষ অনেক সচেতন। যারা দীর্ঘদিন ধরে স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে কথা বলেছে সে জামায়াতকে নিয়েই তারা নির্বাচন করছে। যারা ২১শে আগষ্টের ঘটনা ঘটিয়েছে, জননেত্রী শেখ হাসিনা হত্যার চেষ্টা করেছে, ২০০১ এর পর এদেশে নির্বিচারে
গনহত্যা চালিয়েছে সেই সমস্ত শক্তির সাথে সকল সুশিল সমাজ এবং যারা নিজেদেরকে মনে করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তারা আজ ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করতে যাচ্ছেন।
যেই নির্বাচনে সাক্ষাৎকার নিচ্ছেন তারেক রহমান। যিনি একজন চিহ্নিত অপরাধী, দূর্নিতীর দায়ে সাজাপ্রাপ্ত এবংবাংলাদেশের আদালত দ্বারা ২১শে আগষ্টের ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত।আমি অবাক হয়ে যাচ্ছি মানুষ আজ আজকে আমাকে উল্টো প্রশ্ন করছে এর নাম যদি রাজনীতি হয়, রাজনীতিবিদদের যদি মানুষ ঘৃনা করে
তাহলে নিজেকে রাজনীতিবিদ বলতেও লজ্জা লাগে। সোমবার বিকেলেনাসিক ৭নং ওয়ার্ডে গনসংযোগ কলে তিনি এসব কথা বলে।
এসময় উপস্থিত ছিলেন, নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ মতিউর রহমান মতি, সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, শারমিন হাবিব বিন্নিসহ বিভিন্ অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ মহানগর আওয়ামী লীগের বিভিন্ন নেতারা।