নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ এমপি শামীম ওসমান বলেছেন, আমি কসম করে বলছি, আমি কোথাও ভোট চাইবো না।
তিনি বলেন, আমি বক্তৃতা দিয়ে কাদিয়ে যেতে পারব, ভাল অভিনয় করতে পারবে,কিন্তু করবো না । আমি কোন মিথ্যা আশ্বাস অাপনাদের দেবনা, মিথ্যা কথাও বলবনা। আপনি আমার থেকে ভাল বোঝেন,ভাল জানেন।
অপনারা অনেক জ্ঞানি, আপনি ভোট দেবার সময় বিবেচনা করেই ভোট দিবেন, কাকে ভোট দেওয়া প্রয়োজন সেটা আপনি ভাল বোজেন। আপনার ভোট আপনি জাকেই দেন বিবেচনা করেই দিবেন, যোগ্য ব্যাক্তিকেই দিবেন।
২২ নভেম্বর নারায়ণগঞ্জ-৪ আসনের ফতুল্লা এলাকার এনায়েত নগর ইউনিয়নের গনসংযোগ কালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সমস্যা আপনার, সমাধানো আপনাকেই খুজে বের করতে হবে। আমি টাকা-পয়সা দিয়ে রাজনীতি করিনা,
মানুষের ইমান কেনা-বেচা করিনা। নির্বাচনের আগে সবাই ভোট চাইতে আসে , কিন্তু আমি আপনাদের কাছে ভোট চাইবোনা
।
তবে আমি বলে যাচ্ছি, আমি গত ৫ বছরে যে কাজ করেছি, তার ৫০ ভাগ কাজ যদি বিগত সময় গুলোতে কেউ করে থাকে
,তাহলে আমি নির্বাচনে অংশ গ্রহন করবো না। আমাকে যদি যোগ্য মনে করেন, তাহলে আপনারাই আমাকে ভোট দিবেন, আর
যোগ্য মনে না করলে অামাতে ভোট দিবেন না।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেল চেয়ারম্যান ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী, ফতুল্লা থানা আওয়ামী
লীগের সভাপতি সাইফুল্লাহ বাদল, সাধারন সম্পাদক শওকত আলী, এনায়েত নগর ইউনিয়নের চেয়াম্যান আসাদুজ্জামান,
শাহ নিজাম, মীর সোহেল সহ ফতুল্লা থানা অাওয়ামী লীগের বিভিন্ন নেতা-কর্মীরা।