নারায়ণগঞ্জ বাণী ২৪.কমঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের ৫টি আসনে বিএনপি থেকে ১০ জনকে এবং ১ জনকে নাগরিক ঐক্যের মনোনয়ন পত্যাশীকে মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে।
বিএনপির নির্বাচনী কৌশল হিসেবে অপাদত প্রত্যেক আসন থেকে একাধিক প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর।
নারায়ণগঞ্জের ৫টি অসনে যারা বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের মনোনয়নের চিঠি পেয়েছেন তাদের মধ্যে, নারায়ণগঞ্জ-১ (রুপগঞ্জ) আসনে বিএনপি থেকে মনোনয়নের চিঠি পেয়েছেন জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দীপু ভূইয়া ।
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপি থেকে মনোনয়নের চিঠি পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক
সম্পাদক নজরুল ইসলাম আজাদ ও সদ্য প্রয়াত সাবেক আড়াইহাজার থানা বিএনপির সভাপতি মরহুম বদরুজ্জামান খসরুর
উত্তর সূরি থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুর রহমান সুমন।
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে বিএনপি থেকে মনোনয়নের চিঠি পেয়েছেন সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি
খন্দকার আবু জাফর ও সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মান্নান।
নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) আসনে বিএনপি থেকে মনোনয়নের চিঠি পেয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনািপর সাধারণ
সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ ও সহ সভাাপতি এবং সাবেক সংসদ শাহা আলম।
নারায়ণগঞ্জ-৫ (বন্দর) আসনে বিএনপি থেকে মনোনয়নের চিঠি পেয়েছেন মহনগর বিএনপির সভাপতি এড. আবুল কালাম
, মহানগর যূবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ এবং নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম।