কায়সার হাসনাত

হজারো নেতা-কর্মীদের সাথে নিয়ে মনোনয়ন পত্র জমা দিলেন কায়সার

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃনারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক আওয়ামী লীগের এমপি কায়সার হাসনাত হাজারো নেতা-কর্মী সাথে নিয়ে তার মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

২৮ নভেম্বর বুধবার সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আওয়ামী লীগের পক্ষে তার মনোনয়ন পত্র জমা দেন। মনোনয়ন জমা কালে উপজেলা চত্বর কায়সার সমরর্থনে স্লোগানে স্লোগানে ‍মুখরিত হয়ে উঠে। পুলিশ হাজরো জনতাকে থামানোর চেষ্ঠা করলেও ব্যার্থ হয়। পরে কায়াসার হাসনাত জনতার উদ্দেশ্য বক্তব্য প্রদানের মাধ্যেমে তাদের ক সান্ত করেন ।

উল্লেখ্য যে, নারায়ণগঞ্জ-৩ আসনে ২০১৪ সালের নির্বাচনে জাতীয় পার্টিকে এ আসনটি ছেরে দিলে কায়সার আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়।

এবার একাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ তাদের সব আসনে মনোনয়ন প্রদান করলেও নারায়ণগঞ্জ-৩ আসনে মহজোটের

প্রার্থীতা হিসেবে লিয়াকত হোসেন খোকাকে মনোনিত করা করে।

২০০৮ সালের নির্বাচনে বিএনপির চার বারের নির্বাচিত রেজাউল করিমকে ৮২ হাজার ভোটে পরাজিত করেছিলেন জনপ্রিয় এই

নেতা। নারায়ণগঞ্জ-৩ আসনের জন্য অওয়ামী লীগ থেকে কায়সার হাসনাত ছাড়াও আরো ১৬ জন মনোনয়ন পত্র ক্রয় করেছিলেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

পুলিশ

নির্ধারিত তারিখে যোগ না দিলে চাকুরি হারাবে-দেখানো হবে পলাতক

নারাায়ণগঞ্জ বাণী২৪.কম’নির্ধারিত তারিখে যোগ না দিলে চাকরি হারাবেন পুলিশ সদস্যারা, সেই সাথে তাদের পলাতক দেখানো হবে বলে হুশিয়ারি দিয়েছেন