নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কাযসার এবং তার চাচা সাবেক উপজেলা চেয়ারম্যন মোশারফ হোসেনের মনোনয়ন স্থগিত করেছে নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং অফিসার।
২ ডিসেম্বর দুপুরে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়ন বাছাই চলা কালে তাদেও মনোনয়নপত্র স্থগিত করা হয়।
মোশারফ হোসেনের ব্যাপারে জানানো হয় পূর্বে কোন প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত না হয়ে থাকলে তাকে মোট
ভোটারের ১শতাংশের স্বাক্ষর অর্থাৎ সমর্থ্যন নিতে হয়।
যেহেতু মোশারফ পূর্বে সাংসদ ছিলেন না সে কারনে ১শতাংশ ভোটারের তথ্য ও অন্যান্য কাগজপত্র পর্যালোনা করতে কিছুটা সময় লাগবে।
অপরদিকে আব্দুল্লাহ আল কায়সারের ১২ লক্ষ ১৪ হাজার টাকা আয়কর রিটার্ন বকেয় থাকায় এবং এ বিষয়ে
হাইকোর্টে আপীল চলমান থাকায় অধিকতর পর্যালোচনা করা হবে বলে জানানো হয়।
এবং অজই বিকাল ৫ টায় এই দুই স্বতন্ত্র প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে জানান রিটার্নিং কর্মকর্তা।