নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়ণগঞ্জ বিসিক শিল্প নগরী এলাকায় আবারো শ্রমিক অসন্তোশ দেখা দিয়েছে। ৬ ডিসেম্বর সকাল থেকেই এন আর নামের কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিকে কাজ বন্ধ করে সড়ক অবরোধ ও কারখানা ভাংচুর করতে থাকে।
খবর পেয়ে ফতু্ল্লা থানা পুলিশ পৌছে পরিস্থীতি স্বাভাবিক করা জন্য লাঠি চার্জ করে। এতে পুলিশ সহ আহত হয় অর্ধশতাধিক।
শ্রমিকদের দাবী ফকির এ্যাপারেল্স ও ক্রোনি’র মতে তাদেরো বেতন-ভাতা বৃদ্ধি করতে হবে।
এ ঘটনার খবর শুনে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি এ কে এম শামীম ওসমান ঘটনাস্থলে ছুটে আসেন।
শামীম ওসমান কয়েক জন শ্রমিক সাথে নিয়ে এর আর কারখানায় প্রবেশ করেন ও মালিক-শ্রমিকদের সাথে নিয়ে কথা বলেন।
শমীম ওসামন শ্রমিকদের উদ্দেশ্য করে বলেন, আগামী ৩০ তারিখ একাদশ জাতীয় নির্বাচন, কথিত নেতাদের প্ররোচনায় তোমরা প্ররোচিত হইয়োনা।
তাতে তোমাদের নামে বাহিরাগত অপশক্তিরা সুযোগ নেওয়ার চেষ্টা করবে। তোমারে সমস্যা সমাধানের জন্য বিকেএমইএ , মালিকপক্ষ ও প্রশাসন রয়েছে।
তোমাদের দাবী মানা হবো তোমরা কাজে ফিরে যাও।
পরে শ্রমিকর শামীম ওসামনের নির্দেশ কাজে ফিরে যায় ।
এ সময় শমীম ওসমানের সাথে উপস্থিত ছিলেন, ফতুল্লা মডেল থানার ওসি মন্জুর কাদের, কারখানার মালিক সহ ব্যাবসায়ি সংগঠনের কয়েক জন নেতা।