সেনাবাহিনী

“ইনস্ট্রাকশন রিগার্ডিং ইন এইড টু দ্য সিভিল পাওয়ার” নিয়ে কাল থেকে মাঠে নামছে সেনাবাহিনী

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ আসন্ন জাতীয় একাদশ সংসদ নির্বাচনে “ইনস্ট্রাকশন রিগার্ডিং ইন এইড টু দ্য সিভিল পাওয়ার” নিয়ে ২৪ ডিসেম্বর থেকে মাঠে নামছে সেনাবাহিনী। তবে দেয়া হয়নি মেজিস্ট্রেটি পাওয়ার।

সেনাবাহিনী সারা দেশের জেলা, উপজেলা, মহানগর এলাকার সংযোগস্থলে (নডাল পয়েন্ট) ও অন্যান্য সুবিধাজনক স্থানে অবস্থান করবে।

তবে চাইলে রিটার্নিং আফিসারের সাথে সমন্বয়ের মাধ্যমে টহল ও অন্যান্য আভিযানিক কার্যক্রম পরিচালনা করতে পারবে সেনাবাহিনী।ইভএম ব্যাবহার হওয়া ৬ টি আসনের  প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেওয়ার জন্য । ইভিএম কেন্দ্রে থাকা সেনাবাহিনীরা কোন গোল-বারুদ বা অস্ত্র সাথে রাখতে পারবে না।

সূত্র:-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ব্রেকিং নিউজ

সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল-ব্রেকিং নিউজ

নারায়ণগঞ্জ বাী২৪.কমঃ বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে  হটাৎ করে রদবদল করা হয়েছে। একই সাথে জর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি হতে অব্যাহতি দেওয়া হয়েছে।