লক্ষীপুরে অা.লীগ-পুলিশ- বিএনপির মধ্যে সংর্ঘষ,পুলিশের ২ টি গাড়ী ভাংচুর

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ লক্ষীপুর ২ আসনের পশ্চিম নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট গ্রহন চলাকালীন অা.লীগ-পুলিশ- বিএনপির মধ্যে ত্রিমুখী সংর্ঘষের ঘটনা ঘটেছে।

দুপুর ১১ টার দিকে সংংষের ঘটনা ঘটলে প্রায় আধ ঘন্টা ভোট গ্রহন স্থগীত রাখা হয়। সংর্ঘষের ঘটনায়ে কোন নিহত হবার খবর পাওয়া যায়নি। তবে আহত হয়েছে প্রায ১০ জনেরো বেসি। বিএনপি কর্মীরা  পুলিশের একটি মাইক্রো ও একটি লেগুনা ভাংচুর করে।

পরে অতিরিক্ত পুলিশে ঘটনস্থালে গিয়ে পরিস্থিাতি স্বাভাবিক করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

Narayanganj news

মঞ্চ ভেঙে পড়ে গেলেন ওবাইদুল কাদের সহ সবাই-দরকারনেই নেতা তৈরির কারখানা

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্টা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন আওয়ামি লীগের সাধারন সম্পাদক ওবাইদুল কাদের। হটাৎ করেই ওবাইদুল কাদেরের