নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নির্বাচনে কারচুপি সন্ত্রাসী হালার অভিযোগে হিরু অালম নির্বাচন বর্জন করেছে। হিরু আলম বলেন,আমাকে কিসের ভয়,আমাকে এত ভয় কেন..? জনগন যাকে যোগ্য মনে করে তাকেই ভোট দিবে।যাকে পছন্দ করে তাকেই ভোট দিবে।
হিরো আলম আরো বলেন,আমি জখন আমার নির্বাচনী এলাকার ভোট কেন্দ্র গুলো পর্যবেক্ষনে বের হই, তখন হটাৎ করে আমার উপর হামলা চালানো হয়, আমাতে মারধর করা হয়। তাই আমি নির্বাচন বর্জন করলাম।
আশরাফুল ইসলাম আলম ওরোফে হিরু আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে বগুড়া-৪ আসনে সিংহ মার্কায় নির্বাচনে অংশগ্রহন করেছিলেন।