নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ এমন এক পৃথিবী যেখানে হঠাৎ করে মানুষ খেকো মন্সটারদের বিচরণ শুরু হয় তখন সেখানে নতুন এক পেশার সূচনা হয় যা হলো সুপার হিরো । হিরোদের প্রধান কাজ হলো সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং মন্স্টারদেরকে মারা ।
হিরোরা একটি নির্দিষ্ট কোম্পানির অধীনে কাজ করে এবং তাদের নির্দিষ্ট রেঙ্ক ও আছে । এমন এক ভয়ংকর সময় সাইতামা নামের এক যুবক বেকারত্বের শিকার হয় এবং কোনো চাকরি পায় না বেচারা একদিন এক চাকরির ইন্টারভিউ দিয়ে এসে সে যখন পার্কে বসে নিজের জীবন নিয়ে ভাবে তখন সে দেখে একটি মনস্টার একটা শিশুকে আক্রমণ করতে যাচ্ছে ।
তার মধ্যে তখন চিন্তা আসে যে করেই হোক শিশুটাকে তার বাঁচানো লাগবে । সে তার দৃঢ় মানুষিক শক্তি নিয়ে শিশুটিকে বাচায় আর মনস্টার টাকে মেরে ফেলে । এর পর সাইটামা নিজের জীবনের লক্ষ্য পেয়ে যায় ।
সে সুপারহিরো হওয়ার জন্য লক্ষ্য স্থীর করে । সে দৈনিক ১০০ পুশআপ ১০০ সিট আপ ১০০ স্কোয়াড ১০ কিমি দৌড় দিয়ে এমন শক্তি অর্জন করে যাকে God Like Power বলে কিন্তু সে তার মাথার সব চুল হারিয়ে ফেলে অর্থাৎ টাক হয়ে যায় । তার শক্তি কি জানেন ? এক ঘুসি !!! এক ঘুসিতেই সব শেষ ..!!
সে এত বেশি শক্তি অর্জন করে যে সে এক ঘুসিতেই বড়ো বড়ো মনস্টার দের কে ২ টুকরা করে দিতে পারে ।।। আকাশ থেকে উরে আসা উল্কাকে কে ধ্বংস করে ফেলতে পারে । আসলে সে আর মানুষ থাকে না অন্য কিছু হোয়ে যায় ।
সাইতামর এই এক ঘুসির কারনেই এনিমেটির নাম One Punch Man । চাইলে আপনিও দেখে আসতে পারেন এই অদ্ভুত ও কৌতুকে ভরা এনিমেটি । তবে একবার দেখা শুরু করলে না দেখে থাকতে পারবেন না