নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ মাথায় হেলমেট বিহিন মটর সাইাকেলে যাত্রী হবার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সম্প্রতি ফেসবুকে প্রতিমন্ত্রী পলকের একটি ছবি ব্যাপক সারা ফেলে। ছবিতে দেখা যায় জুনায়েদ আহমেদ পলক গাড়ী ব্যবহার না করে মটর সাইাকলে করে প্রথম দিন অফিস পৌছে।
তার এই ছবি ভাইরাল হলেও মটর সাইকেলে বসে হেলমেট ব্যাবহার করেনি তিনি। এতে যেমন আইনের লঙ্ঘন হয়েছে তেমনি ঝুকিপুর্ন ছিল ।
এ বিষয়ে আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের ১০ জানুয়ারি বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, জুনায়েদ আহমেদ পলক হেলমেট না পড়ে মটরসাকেলে উঠেছে,অামি তাকে জিজ্ঞেস করলে পলক বিয়টি নিয়ে বলেন, আমার ভুল হয়েছে, আর কখনো হবেনা। আমি দুঃখ প্রকাশ ও ভুল শিকার করছি। ভবিৎসতে এমন হবেনা বলেও আমার কাছে বলেন পলক।
ওবায়দুল কাদের বলেন, একজন প্রতিমন্ত্রী এভাবে ভুল শিকার করলে আর কিইবা বলার থাকে।
জুনায়েদ আহমেদ পলক ও