নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ড. জাকির নায়েক ও তার পরিবারের আবারো ১৬ কোটি ৪০ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
এবার ১৬ কেটি ৪০ লাখ নিয়ে তিবারে মোট ৫১ কোটি টাকাস সম্পদ বাজেয়াপ্ত করলো ভারতীয় আইন সংস্থা।
ড. জাতির নায়েক ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে একাধিক অবৈধ ভাবে আর্থিক লেনদেন করার অভিযোগের প্রমান পেয়েছে বলে যানিয়েছে ইডি।
ইডি সুত্র জানা গেছে, মুম্বাইয়ের ফতিমা হাইটস, একটি বেনামী প্রজেক্টে বেনামি প্রজেক্টের জাকির নায়েকের আত্মীয়রা অনেক অর্থ বিনিয়োগ করেছে ।
আরো খবর পড়ুন নিচের লিংকে..
যে ৫ টি কোম্পানির পানি পানের অনুুুপযোগি ঘোষনা করল বিএসটিআই