যে ৫ টি কোম্পানির পানি পানের অনুুুপযোগি ঘোষনা করল বিএসটিআই

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ বাজারে বর্তমানে অনেক বোতল জাত মিনারেল ওয়াটার রয়েছে। তবে ভোক্তাদের মাঝেও রয়েছে মিনারেল ওয়াটারের মান নিয়ে প্রশ্ন।

আদালতের নির্দেশে  বাজারে থাকা  ১৫ টি কোম্পানির পানির যার ও পানি পরীক্ষা করে ৫ টি কোম্পানির পানি পানের অনুপযোগি প্রকাশ করে ২১ জানুয়ারি সোমবার আদলতে রিপোর্ট  জমা দিয়েছে স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

৫ টি কোম্পানিগুলো হল…..

  • অ্যাকোয়া মিনারেল ওয়াটার
  •  ইয়ামি ইয়ামি মিনারেল ওয়াটার
  • ওসমা মিনারেল ওয়াটার
  • সিনমিন মিনারেল ওয়াটার
  •  সিএফবিমিনারেল ওয়াটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

পুলিশ

নির্ধারিত তারিখে যোগ না দিলে চাকুরি হারাবে-দেখানো হবে পলাতক

নারাায়ণগঞ্জ বাণী২৪.কম’নির্ধারিত তারিখে যোগ না দিলে চাকরি হারাবেন পুলিশ সদস্যারা, সেই সাথে তাদের পলাতক দেখানো হবে বলে হুশিয়ারি দিয়েছেন