নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ জাপানের মতো বাংলাদেশেও ভূমিকম্প হবার আগে মোবাইলে সতর্ক বার্তা পাওয়া যাবে। বিশ্বের অন্যতাম ভূমিকম্প প্রবন দেশ জাপান।
বিশ্বে শুধু জাপানেই ভূ-কম্প হবার ১০ সেকেন্ট আগে মোবাইলে বার্তা প্রেরন করতে পারে।
এবার বাংলাদেশেও ভূকম্পনের আগে মোবাইলে আগাম বার্তা আসবে। আর সেই প্রজেক্ট বাস্তবায়নে জাইকার সাথে কাজ শুরু করে দিয়েছে বাংলাদেশ।
২৩ জানুয়ারি বুধবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব শাহ কামাল সটিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান।
তিনি বলেন.আমাদের সক্ষমতা বেড়েছে, আমাদের লোকবল এখন ১০৯০ জন,আমরা এখন ঘূর্নিঝড়ের খবর দিতে পারি ৫ দিন আগে ও বন্যার খবর ১৫ দিন আগে।
প্রয়োজনে আরো জনবল বাড়ানো হবে বলেও জানান এই সচিব।