নারায়ণঞ্জ বাণী২৪.কমঃ উন্নয়নশীল দেশ বাংলাদেশ। গত কয়েক বছর যাবৎ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দুর্দান্ত গতিতে। বিশ্বের দরবারে এক আলোকিত দেশ বাংলাদেশ।
আসুন জেনে নেই ২০১৮ সালের বাংলাদেশের অর্জন গুলোর মধ্যে বড় কিছু আর্জন।
নারীর রাজনৈতিক ক্ষমতায়ন
২০১৮ ডিসেম্বর প্রকাশ করা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতবেদন অনুযায়ী নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশ এখন বিশ্বের শীর্ষ পাঁচটি দেশের একটি।
মহাকাশে বাংলাদেশ স্যাটেলাইট
যুক্তরাষ্ট্রের স্পেসএক্সের লঞ্চিং স্টেশন থেকে ১২ মে মহাকাশের পথে যায় দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১। যা ২০টি বিদেশি রাষ্ট্রের কাছে ভাড়া দিয়ে বাংলাদেশ বছরে প্রায় ৫০০ কোটি টাকা আয় করতে সক্ষম হবে।
মধ্যম আয়ের দেশ
স্বল্পোন্নত থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার স্বীকৃতি পায় ২০১৮ সালের মার্চ মাসে। তবে ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত জাতিসংঘের নিয়ম অনুযায়ী ধরা রাখতে হবে এ সফল্য।
ইলিশের জীবন রহস্য উন্মোচন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের চার গবেষক ২০১৫ সাল থেকে গবেষনা শুরু করে ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে সাফল্য লাভ করে ইলিশের জীবন রহস্য উন্মোচন করেন।
সর্বোচ্চ জয়ের বছর ফুটবলে নারী
সাফ নারী অনুর্ধ-১৮ প্রথম টুর্নামেন্টে জয় লাভ করে ইতিহাস গড়ে বাংলদেশ নারী ফুটবল দল। এছাড়াও অনুর্ধ-১৬ তে টুর্নামেন্ট সেরা হয় বাংলাদেশ নারী অনুর্ধ-১৬ ফুটবর দল।
আরো পড়ুন নিচে ক্লিক করে..