নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ইন্টারনেট ও ভয়েস কলের সকল প্রকার প্যাকেজ ও বান্ডেল অফার সহ যে কেন প্যাকেজের মেয়াদ আগামী ১লা ফেব্রুয়ারী থেকে সর্বনিম্ন ৩ দিনের মেয়াদের করার জন্য মোবাইল অপারেটার গুলোকে নির্দেশ প্রদান করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
২৭ জানুয়ারি সন্ধা ৭৬ টায় বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক জাকির হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে মোবাইল অপারেটার গুলোকে সকল প্যাকেজের মেয়াদ ৭ দিন করার নির্দেশ প্রদান করেছিল বিটিআরসি।
নতুন আদেশে বলা হয় , ইন্টারনেটের মেয়াদ শেষে গ্রাহকরা সর্বোচ্চ ৫ টাকার “পে অ্যাজ ইউ গো”(PPU) ব্যবহার করতে পারবে। পরবর্তিতে ইন্টারনেট প্যাকেজ না কিনে নেট ব্যবহার করতে পারবেনা গ্রাহক। তবে রাখা হয়েছে অটো এক্টিভেশনের সুযোগ।