নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ সিদ্ধিরগঞ্জে ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এলকাবাসী ধর্ষণকারীকে গনপিটুনি দিয়ে পুলিশের হাতে সোদর্পন করেছে। ১২ ফেব্রুয়ারী মঙ্গলবার সন্ধা ৭ টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, ধর্ষনের শিকার কিশোরী পানি আনার জন্য স্থানীয় বাড়ির মালিক মো. সাজিদ হোসেনের বাড়িতে গেলে লাল চান (৩৫) নামের এক ভাড়াটিয়া কিশোরিকে কিছু কাজ করে দেওয়ার কথা বলে ঘরের ভেতর নিয়ে যায় ও ভয়-ভীতি দেখিয়ে কিশোরীকে ধর্ষণ করে। ধর্ষণের ঘটনা কাউকে না যানানোর জন্যও লাল চাঁন কিশোরিকে ভয়-ভীতি দেখায়।
পরে কিশোরীর মা গার্মেন্টস থেকে ফিরে আসার পর কিশোরী সব ঘটনা তার মাকে বলে ও স্থানীয় লোক জন জানতে পেরে ধর্ষক কে গনপিটুনি দেয় ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শাহিন শাহ পারভেজ জানায়, ধর্ষণের শিকার কিশোরিকে উদ্ধার করা হয়েছে, আমরা আইন আনুক ব্যবস্থা গ্রহন করছি।