নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ বাংলা ভাষা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদ ইন্তেকাল করেছেন। ১৫ ফেব্রুয়ারি শুক্রবার ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতালে তিনি মৃত্যুবরন করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
৮২ বছর বয়সী আল মাহমুদ বার্ধক্যজনিত কারনে বিভন্ন রোগে ভুগছিলেন। অবস্থার অবনতি হলে শুক্রবার রাত ১০ টায় তাকে লাইফ সার্পোটে নেওয়া হয়। ১ ঘন্টা লাইফ সার্পোটে রাখার পর রাত ১১ টায় তিনি মৃত্যুবরন করেন।
কবি আল মাহমুদ ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন। কবির পুরো নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ।