নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পতাকা উত্তোলনে কিছু দিক নির্দেশনা রয়েছে। রয়েছে ভবনের সাইজ অনুযাই পতাকার মাপ।
২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার বিধান রয়েছে। ভাষা শহীদদের স্মরণে ও তাদের সম্মনার্থে সারাদেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার বিধান রয়েছে বলে যানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগ।
তবে পতাকা উত্তোলনের সময় পতাকাটি শীর্ষে উত্তোলন করে আবর অর্ধনমিত অবস্থানে আনতে হবে। আবাজ পতাকা নামানোর সময় পতাকাটি শীর্ষে উত্তোলন করে তারপর নামাতে হবে।
১৯৭২ সালে প্রণীত (২০১০ সালে সংশোধিত) যথাযথভাবে ‘জাতীয় পতাকার ব্যবহারের নির্দেশনা রয়েছে।
তবে ভবনের আয়তন অনুযায়ী পতাকা ব্যবহারের যে তিন ধরনের মাপ রয়েছে, সেগুলো হল- ১০x৬, ৫x৩ এবং ২.৫x১.৫।