নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ গ্রামে গ্রামে ঘুরে ছোট-বড় সবার কাছে বিনামূল্যে বই বিতরন করতেন পালন সরকার। ১ মার্চ শুক্রবার দুপুরে ৯৮ বছর বয়সি পালন সরকার নিজ বাড়িতে মৃত্যুবরন করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)
পলান সরকারের ছেলে হায়দার আলী জানান, বার্ধক্যজনিত কারণে তিনি কিছুদিন যাবৎ শয্যাশায়ী ছিলেন । আজ ২ মার্চ শনিবার হারুনুর রশিদ শাহ দ্বিমুখী উচ্চবিদ্যালয় মাঠে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।
পালন সরকার ২০১১ সালে একুশে পদক লাভ করেন নিজ টাকায় বই কিনে অন্যের বাড়িতে বাড়িতে বই পৌছে দেবার জন্য । পালন সরকার ৩০ বছরের বেশি সময় ধরে বিনা মুল্য মানুষের বাড়িতে গিয়ে বই বিলি করেছেন। তার জন্ম ১৯২১ সালে, পালন সরকারের পুরো নাম হারেজ উদ্দিন।