নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়নগঞ্জ জেলার জেলা প্রশাসক রাব্বি মিয়া বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে ভিশন ২০২১, ২০৪১, ডেলটা প্লানসহ সরকারের সকল প্ল্যান বাস্তবায়নে আমাদের একাগ্রচিত্তে কাজ করতে।
৫ মার্চ মঙ্গলবার ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস- ২০১৯ এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৯ সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং জাঁকজমকপূর্ণ ভাবে উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভায় জেলা প্রশাসক রাব্বী মিয়া এ কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন জনাব রাব্বী মিয়া, জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ। উপস্থিত ছিলেন উপ-পরিচালক (স্থানীয় সরকার), সিভিল সার্জন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব/সার্বিক/শিক্ষা ও আইসিটি), এডিএম, পুলিশ, র্যাব, এনএসআই এর প্রতিনিধিসহ সরকারী বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
জেলা প্রশাসক রাব্বী মিয়া সভার শুরুতে স্মরণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংগালী জাতির পিতা বংগবন্ধু শেখ মুজিবুর রহমান কে এবং সকল শহীদগণের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন তাদের স্বপ্নের সোনার বাংলা আমাদের গড়তে হবে।